- Back to Home »
- Deshi News »
- বিয়ের পাকা কথা শেষে মেয়ে পরিনত হলো ছেলেতে!
Posted by : Md:Joy Chowdhury
Jul 30, 2013
‘প্রতিদিনের মতোই বৃহস্পতিবার রাতে ঘুমাতে গেলো মিনু।
স্থানীয় একটি বালিকা বিদ্যালয় থেকে গতবছর মাধ্যমিক পাশ করলেও টাকার অভাবে আর পড়া হলোনা তার। তবুও পড়ার শখ রয়ে গেছে বলে শোবার আগে কিছুটা সময় চোখ বুলিয়ে নেয়া।
মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলো তার।
কোনো একটা চাপা যন্ত্রণা সারা শরীর জুড়ে।
অনেকটা সময় পরে সে বুঝতে পারে তার শরীর তার নিয়ন্ত্রনের বাইরে।
সে রাতে আর ঘুমাতে পারেনি সে।
পরদিন সকালে ঘুম ভেঙ্গে আবিষ্কার করে মেয়েলী কোনোকিছুই আর নেই তার মাঝে।
আয়নার সামনে যেয়ে চিৎকার করে উঠে, মা..।’
মনে হচ্ছে না, জাফর ইকবালের কোনো সায়েন্স ফিকশন থেকে বলছি? কিংবা লক্ষ লক্ষ টাকা খরচ করে জেন্ডার চেঞ্জের কোনো ঘটনাও নয়।
ঘটনা সত্য। এ ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের গাংনগর পোড়ানগরী গ্রামের মিনু খাতুন (১৮) এর জীবনে।
ছেলেপক্ষ দেখে যাবার পর বিয়ের আগে নিজেই ছেলে হয়ে গেলেন তিনি!
মিনু’র বাবা কৃষক আব্দুল কাফী জানান, “বিয়ের জন্য মিনুকে কদিন আগে দেখে গেছে ছেলেপক্ষ। তাদের পছন্দও হয়েছে। এবার পরিবার থেকে ছেলে দেখার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার নিজেই ছেলে হয়ে গেলো সে।”
তিনি বলেন, মিনুর মেয়ে থেকে ছেলেতে পরিণত হওয়ার খবর শুনে তাকে একনজর দেখার জন্য এখন মানুষের ঢল নেমেছে তার বাড়িতে।
মিনুর বাবা আরো জানান, বিষয়টি নিশ্চিত হয়ে মৌলভী ডেকে শনিবার মিনুর নাম পরিবর্তন করে রাখা হয় আব্দুল মাজেদ।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মতে, প্রকৃতি মাঝে মাঝেই মানুষকে নিয়ে খেলতে পছন্দ করে। সে হুট করে দীর্ঘদিনের চলে আসা চেইন থেকে কোনো একটি উপাদান সরিয়ে দিয়ে উপভোগ করে ব্যাপারটা।
আব্দুল মাজেদের (মিনু) ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, সে মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু অর্থাভাবে পড়ালেখা করতে পারেনি। তারপর থেকে বাড়ির কাজে মাকে সহযোগিতা করতো।
মিনুর দীর্ঘদিনের বান্ধবী বৃষ্টি জানায়, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে তারা একসঙ্গে লেখাপড়া করেছে। কখনও তার আচার-আচারণে পুরুষালি ভাব দেখা যায়নি।
এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া মিনু ওরফে আব্দুল মাজেদের এখন ইচ্ছা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে অভাবের সংসারে হাল ধরবেন। বিয়ে করে সুখী একটি সংসার করার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।
মিনু ওরফে আব্দুল মাজেদের বাবা সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা জানিয়ে বলেন, “আল্লাহ যা ভালো মনে করেছেন সেটা আমার জন্যও ভালো।“
স্থানীয় একটি বালিকা বিদ্যালয় থেকে গতবছর মাধ্যমিক পাশ করলেও টাকার অভাবে আর পড়া হলোনা তার। তবুও পড়ার শখ রয়ে গেছে বলে শোবার আগে কিছুটা সময় চোখ বুলিয়ে নেয়া।
মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলো তার।
কোনো একটা চাপা যন্ত্রণা সারা শরীর জুড়ে।
অনেকটা সময় পরে সে বুঝতে পারে তার শরীর তার নিয়ন্ত্রনের বাইরে।
সে রাতে আর ঘুমাতে পারেনি সে।
পরদিন সকালে ঘুম ভেঙ্গে আবিষ্কার করে মেয়েলী কোনোকিছুই আর নেই তার মাঝে।
আয়নার সামনে যেয়ে চিৎকার করে উঠে, মা..।’
মনে হচ্ছে না, জাফর ইকবালের কোনো সায়েন্স ফিকশন থেকে বলছি? কিংবা লক্ষ লক্ষ টাকা খরচ করে জেন্ডার চেঞ্জের কোনো ঘটনাও নয়।
ঘটনা সত্য। এ ঘটনাটি ঘটেছে বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নের গাংনগর পোড়ানগরী গ্রামের মিনু খাতুন (১৮) এর জীবনে।
ছেলেপক্ষ দেখে যাবার পর বিয়ের আগে নিজেই ছেলে হয়ে গেলেন তিনি!
মিনু’র বাবা কৃষক আব্দুল কাফী জানান, “বিয়ের জন্য মিনুকে কদিন আগে দেখে গেছে ছেলেপক্ষ। তাদের পছন্দও হয়েছে। এবার পরিবার থেকে ছেলে দেখার কথা ছিলো। কিন্তু বৃহস্পতিবার নিজেই ছেলে হয়ে গেলো সে।”
তিনি বলেন, মিনুর মেয়ে থেকে ছেলেতে পরিণত হওয়ার খবর শুনে তাকে একনজর দেখার জন্য এখন মানুষের ঢল নেমেছে তার বাড়িতে।
মিনুর বাবা আরো জানান, বিষয়টি নিশ্চিত হয়ে মৌলভী ডেকে শনিবার মিনুর নাম পরিবর্তন করে রাখা হয় আব্দুল মাজেদ।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মতে, প্রকৃতি মাঝে মাঝেই মানুষকে নিয়ে খেলতে পছন্দ করে। সে হুট করে দীর্ঘদিনের চলে আসা চেইন থেকে কোনো একটি উপাদান সরিয়ে দিয়ে উপভোগ করে ব্যাপারটা।
আব্দুল মাজেদের (মিনু) ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, সে মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছিল। কিন্তু অর্থাভাবে পড়ালেখা করতে পারেনি। তারপর থেকে বাড়ির কাজে মাকে সহযোগিতা করতো।
মিনুর দীর্ঘদিনের বান্ধবী বৃষ্টি জানায়, স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ে তারা একসঙ্গে লেখাপড়া করেছে। কখনও তার আচার-আচারণে পুরুষালি ভাব দেখা যায়নি।
এদিকে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়া মিনু ওরফে আব্দুল মাজেদের এখন ইচ্ছা কোনো প্রতিষ্ঠানে চাকরি করে অভাবের সংসারে হাল ধরবেন। বিয়ে করে সুখী একটি সংসার করার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।
মিনু ওরফে আব্দুল মাজেদের বাবা সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা জানিয়ে বলেন, “আল্লাহ যা ভালো মনে করেছেন সেটা আমার জন্যও ভালো।“