Archive for September 2013

কপালে নাক



চীনে কপালের উপর নাক তৈরী করা হয়েছে এক ব্যক্তির। ফুজিয়ান রাজ্যের নাগরিক ২২ বছর বয়সী জিওলিয়ান নামের ওই ব্যক্তি গত বছর আগস্টে সড়ক দুর্ঘটনায় নাক হারান।

এরপর নাসারন্ধের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। একপর্যায়ে সংক্রমনে তার নাকের কার্টিলেজ (কানেকটিভ টিস্যু) নষ্ট হয়ে যায়। তারপর জিওলিয়ান চিকিৎসকদের শরণাপন্ন হলে কিছুতেই কিছু করতে পারছিলেন ডাক্তাররা।

শেষমেষ সার্জনরা কৃত্রিমভাবে জিওলিয়ানের কপালে নাক বসানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। চিকিৎসকরা কপালে স্কিন টিস্যু বসিয়ে নতুন এই নাক তৈরি করেছেন।

শিগগিরই যথাস্থানে নাক প্রতিস্থাপনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩

অলৌকিক শিশুর মাতৃভক্তি

ঢাকা: পৃথিবীতে মায়ের মতো আপন আর কে আছে? মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কতটা অকৃত্রিম তা চীনা এই মা ছেলেকে দেখেই বোঝা যায়।
২০১০ সালে মা ঝাং রংজিয়াং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। তাকে হাসপাতালে নেয়া পর চিকিৎসকরা জানতে পারেন ঝাং অন্তঃসত্ত্বা।
অলৌকিকভাবে বেঁচে থাকে ঝাংয়ের গর্ভের শিশু। ২০১১ সালে কোমায় থাকা অবস্থাতেই ঝাংয়ের সিজার করেন চিকিৎসকরা। জন্ম নেয় গোয়া কিয়াংবো।
সে বছর মে মাসে অলৌকিকভাবে বেঁচে থাকা শিশু গোয়ার কণ্ঠস্বর শুনে কোমায় থেকে ফেরেন ঝাং।
কিন্তু কোমা থেকে ফিরলেও পক্ষাঘাতগ্রস্থ হয়ে আছেন তিনি। তাই নিজের খাবার চিবিয়ে খেতে পারেন না ঝাং।
তাতে কি? গোয়ার বয়স এখন দুই বছর। সে খাবার চিবিয়ে মুখ দিয়েই মাকে খাইয়ে দেয়। আর সারাক্ষণ মায়ের পাশেই থাকে সে।

পরজনমেও চালাবেন গাড়ি!


ঢাকা: কারও মতে, এই জনমই শেষ! আবার কারও মতে, মৃত্যুর পর আরেকটি জনম আছে। দ্বিতীয়োক্তদের কেউ কেউ পরজনমে স্বর্গ বাসের আশায় পূণ্য অর্জনে সাধনা পর্যন্ত করে থাকেন। সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভ করতে অনেকে অর্থ-বিত্তের দিকেও নজর দেন না।

ব্রাজিলের এক ধনকুবের দ্বিতীয়োক্তদের মতোই পরজনমে বিশ্বাসী। তবে মৃত্যুর পর সুখ-সৃমদ্ধ জীবন যাপনে করতে ইহকালের অর্থ-কড়ি আগেভাগেই ‘পরপারে পাঠিয়ে’ দিচ্ছেন তিনি!

উদ্ভট ব্যাপার হলেও সত্য, ব্রাজিলের সাও পাওলোর নিকটবর্তী জর্ডিনস শহরের বাসিন্দা কাউন্ট স্কার্পা তার অর্থ-কড়ির বিপুল অংশ পরজনমের জন্য ‘সমাহিত করেই জমিয়ে’ রাখছেন!

সেটা কিভাবে? পরজনমের জন্য তার এসব অর্থ-কড়ি রাখার পদ্ধতি আরও অদ্ভুত! মঙ্গলবার তার ফেসবুক পেজে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা যায়, বাড়ির পেছনের বাগানে নিজের জন্য নির্ধারিত সমাধিস্থলের পাশেই সবচেয়ে প্রিয় ও দামি গাড়ি ‘বেন্টলে’কে সমাহিত করার জন্য গর্ত খুঁড়ছেন তিনি।

কয়েকবার কোমায় গিয়েছেন, নিশ্চিত করে বলতে পারেন না কবে তার পরজনমে যাওয়ার ডাক পড়ে! সেজন্য আগে ভাগেই ৩ লাখ ১০ হাজার পাউন্ড (প্রায় ৩ কোটি ৮৫ লাখ টাকা) মূল্যমানের নতুন ব্র্যান্ডের কালো রঙা বিলাসবহুল প্রাইভেটকারটি সমাধিস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন স্কার্পা!

প্রকাশিত ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্ষুদে বার্তায় স্কার্পা জানিয়েছেন, এ সপ্তাহের শেষের দিকেই ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ সম্পন্ন করে সমাহিত করবেন গাড়িটিকে!

স্কার্পার এই সিদ্ধান্তে রীতিমত হইচই পড়ে গেছে ব্রাজিলে। দেশটির বান্দেইরেন্টস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কার্পা তার এই উদ্ভট সিদ্ধান্ত নেওয়ার পেছনের গল্পটি তুলে ধরে বলেন, গত রোববার মিশরের ফারাও সম্রাটদের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখি। আমি অবাকচিত্তে লক্ষ্য করলাম, সম্রাটরা আগ থেকে নির্ধারিত অর্থকড়ি নিয়ে সমাহিত হয়েছেন, পরজনমে সুখে বসবাস করার ‍আশায়। তাহলে আমি কেন পরজনমে ব্যবহারের জন্য প্রিয় গাড়িটিকে জমা রাখতে পারবো না?

স্কার্পার ফেসবুক পেজে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দামি গাড়িটির সামনে আরেক প্রিয় তোতাপাখি হাতে দাঁড়িয়ে আছেন তিনি। এই তোতাপাখিটিও তিনি আগেভাগেই ‘পরপারে পাঠিয়ে দেবেন’ কিনা এমন কোনো ইঙ্গিত না দিলেও স্কার্পা বলেন, যারা আমার এ সিদ্ধান্তের ব্যাপারে নাক সিঁটকাচ্ছেন, তাদের উদ্দেশ্যে গুরুত্বসহকারে বলছি, ইতোমধ্যেই আমি সমাধি খোঁড়া শুরু করেছি এবং এ সপ্তাহের শেষ দিকেই গাড়িটি সমাহিত করবো!

মঙ্গলবার স্কার্পার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এই ছবি ও ক্ষুদে বার্তায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি লাইক ও ছয় হাজারের বেশি শেয়ার পড়ে।

মায়ের জন্য অশ্রু

মায়ের জন্য অশ্রু একটি বাচ্চা হাতির

ঢাকা: মা শব্দটির মতোই মধুর মায়ের সবকিছু। মায়ের আদর ভালোবাসা মমতাই গড়ে দেয় আমাদের জীবন। তাই মাকে ছেড়ে থাকা যেমন কষ্টের, তেমন কষ্টের মা ছেড়ে চলে যাওয়া। প্রাণীকুলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়।

মাকে ছেড়ে থাকার সবচেয়ে কষ্টের বহিঃপ্রকাশ নিঃসন্দেহে কান্না। এবার তারই নমুনা রাখল একটি বাচ্চা হাতি। মা ত‍াকে ছেড়ে চলে যাওয়ায় অঝোর ধারায় কেঁদেছে সে।

চীনের রংচেং অঞ্চলে শেনডিয়াওশান বন্যপ্রাণী সংরক্ষণ চিড়িয়াখানায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে।

বাচ্চা হাতিটি তার মায়ের জন্য কেঁদেছে কয়েক ঘণ্টা ধরে। বিষয়টি প্রাণীবিদদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

হাফিংটন পোস্ট পত্রিকার বরাতে জানা যায়, আগস্ট মাসে ঝুয়াং ঝুয়াং নামক পুরুষ শাবক হাতিটির জন্ম হয়।

চিড়িয়াখানার দায়িত্বরত কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন, মা হাতিটি অসচেতনভাবে তার বাচ্চাকে আঘাত করেছে। তাই তারা সামান্য চিকিৎসার পর আবার বাচ্চাটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়।

কিন্তু তারা লক্ষ্য করলেন, মা হাতিটি পুনরায় বাচ্চাকে আঘাত করছে। তাই বাধ্য হয়ে কর্মকর্তারা মায়ের কাছ থেকে বাচ্চাটিকে আলাদা করে রাখেন।

চিড়িয়াখানার এক কর্মকর্তার বরাত দিয়ে যুক্তরাজ্যের মেট্রো পত্রিকা জানায়, নতুন স্থানে নিয়ে যাওয়ার পর পুরুষ শাবকটি একেবারে চুপচাপ হয়ে যায়। মাটিতে শুয়ে অনবরত কাঁদতে থাকে।

ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখা যায়, বাচ্চা হাতিটির রক্তিম চোখ থেকে চিবুক বেয়ে পানি ঝরছে। আরেকটি ছবিতে বাচ্চাটিকে ক্রন্দনরত অবস্থায় কম্বলের নিচে শুয়ে থাকতে দেখা যায়।

ধারণা করা হচ্ছে, মা হাতিটি ক্ষুধায় কিংবা বিষণ্ণতায় তার বাচ্চার সঙ্গে এরূপ আচরণ করে থাকতে পারে। তবে ইউনির্ভার্সিটি অব ক্যালিফোর্নিয়া গবেষকরা হাতিটির কান্নার বিষয়ে গবেষণা করছেন।

পাবলিক ব্রডকাস্টার সার্ভিস (পিবিএস) জানায়, হাতি অত্যন্ত অনুভতিশীল প্রাণী। মানুষের মতো কাছের কাউকে হারানোর পর তারাও কাঁদে।

অদৃশ্য ভবন নির্মান করবে দক্ষিণ কোরিয়া!


সাধারণত মানুষ কোনকিছু নির্মান করে সবাইকে দেখানোর জন্য। কিন্তু আশ্চর্য জনক হলেও সত্য দক্ষিন কোরিয়ায় নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর প্রথম অদৃশ্য ভবন! তাও আবার যেন তেন ভবন নয়, আকাশচুম্বী ভবন।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার সেদেশে একটি সুউচ্চ অদৃশ্য টাওয়ার নির্মানের অনুমোদন দিয়েছে। এই অদৃশ্য টাওয়ারের উচ্চতা হবে ১,৪৭৬ ফিট এবং এটি হবে পৃথিবীর ৩য় উচ্চতম আকাশচুম্বী অট্টালিকা।
অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই টাওয়ারের নাম হবে ‘ইনফিনিটি টাওয়ার’।  এলইডি ডিসপ্লে সিস্টেম দ্বারা এর বাইরের দেয়াল মোড়ানো হবে আর ভিবিন্ন প্রান্তে থাকবে কয়েকটি হাই রেজুলেশন ক্যামেরা।
ক্যামেরা গুলো প্রতি মহুর্তে চারপাশের ছবি তুলবে এবং এই ছবিগুলো সমন্বয় করে এলইডি ডিসপ্লেতে প্রদর্শন করা হবে। এতে করে ভবনটিকে চারপাশের পরিবেশ থেকে অদৃশ্য মনে হবে। সেইসাথে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ডিসপ্লে নিয়ন্ত্রন করে এর অদৃশ্যমানতা কমানো বাড়ানোও যাবে।
এই অদৃশ্য টাওয়ারের ডিজাইন করেছে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান ‘জিডিএস আর্কিটেক্ট’। ইনফিনিটি টাওয়ারের নির্মানকাজ কবে নাগাদ শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
দক্ষিন কোরিয়ার রাষ্টায়ত্ত্ব নির্মান প্রতিষ্ঠান ‘কোরিয়া ল্যান্ড এন্ড হাউজিং করপোরেশন’-কে বিষ্ময়কর এই ভবনটি নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্ধদের জন্য বিশেষ চশমা উদ্ভাবন কুয়েটে


খুলনা: দৃষ্টিপ্রতিবন্ধীদের প্রতিকূলতাকে দূর করতে উদ্ভাবিত হল বিশেষ ধরনের চশমা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই ছাত্র নাজমুল ও মোস্তফা তৈরি করেছেন অন্ধদের জন্য বিশেষ এই চশমা।

সোমবার সকালে বাংলানিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নাজমুল ও মোস্তফা জানান চশমা উদ্ভাবনের কথকতা।

বিশেষ ধরনের এ চশমাটির বৈশিষ্ট্য সম্পর্কে তারা বলেন, লাঠি দিয়ে ঠক ঠক করে পথ খুঁজে হাঁটার বদলে এখন ছোট্ট এই চশমাই বলে দেবে পথের ঠিকানা, সামনের পথ সম্পর্কে সচেতন করবে দৃষ্টিপ্রতিবন্ধীদের।

চারপাশের সব বস্তু চিহ্নিত করে পথ বলে দেবে ঠিকঠাক। পথ চলার আগে শুধু একটি বোতাম টিপে চশমাটি চালু করে দিলেই হল। সামনে, ডানে, বামে কোনো বাধা পেলেই সশব্দে সতর্ক করে দেবে ব্যবহারকারিকে। সামনের জন্য ‘ফ্রন্ট’, ডানের জন্য ‘রাইট’, বামের জন্য ‘লেফট’ উচ্চারণ করে বস্তুর সঠিক অবস্থানটি জানিয়ে দেবে সে।

ব্যবহারকারী থেকে বস্তুর দূরত্ব ভেদে উচ্চারণের তীব্রতাও হবে ভিন্ন। যা থেকে ব্যবহারকারী বস্তুর দূরত্ব সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাবেন।

ছোট এই যন্ত্রটি দিয়ে প্রায় তিন মিটার দূরত্ব পর্যন্ত কোনো বস্তুর অবস্থান ৯৮% নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম। দিনে-রাতে, এমনকি কুয়াশার মধ্যেও যন্ত্রটি ব্যবহার করা সম্ভব বলে জানান উদ্ভাবক দলটি।

বিশেষ এই চশমাটি তৈরি করতে কি কি ব্যবহার করা হয়েছে জানতে চাইলে তারা বলেন, যন্ত্রটিতে দূরত্ব নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়েছে ‘আল্ট্রাসনিক সেন্সর’, ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহার করা হয়েছে ‘পিআইসি’ সিরিজের মাইক্রোকন্ট্রোলার এবং আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে সাধারণ এয়ারফোন।

যন্ত্রটির শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে মোবাইল ব্যাটারি যা একবার চার্জ করলে ব্যবহার করা যাবে টানা ত্রিশ ঘণ্টা। এমনকি চার্জ শেষ হয়ে গেলেও বিশেষ ক্যাবল ইন্টারফেসের মাধ্যমে এটিকে মোবাইলের সঙ্গে সংযুক্ত করে সচল রাখা যাবে বাড়তি কয়েক ঘণ্টা।

তারা জানান, অন্ধদের জন্য বানানো হলেও সামান্য কিছু পরিবর্তন করে যন্ত্রটিকে ব্যবহার করা যাবে আরও অনেক ক্ষেত্রে।

নিরাপত্তার কাজে ব্যবহার করে কক্ষে অবাঞ্চিত ব্যক্তির প্রবেশ শনাক্ত করত পারবে এ চশমা। এছাড়া গাড়ি চুরি রোধেও এটি রাখতে পারবে সক্রিয় ভূমিকা। যেকোনো ধরনের রোবোটিক প্ল্যাটফর্মেও একে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে দূরত্ব পরিমাপ করা যেমন সম্ভব তেমনি অন্ধ ব্যক্তিরা এটি পরে পানিতে সাঁতারও কাটতে পারবেন বলে জানালেন উদ্ভাবকরা।

যন্ত্রটি তৈরি করতে মাত্র সাতশ’ টাকা খরচ হয়েছে বলে এর ক্রয়মূল্যও থাকবে হাতের নাগালেই। তবে বাজারজাত করতে পারলে খরচ আরও কমিয়ে আনা সম্ভব বলে জানালেন নাজমুল ও মোস্তফা।

ভবিষ্যতে এই প্রোজেক্টটিকে আরও অনেক দূরে নিয়ে যেতে চান উদ্ভাবক দলটি। খরচ কমিয়ে আরও নতুন নতুন সুবিধা সংযোজন এবং প্রযুক্তিবান্ধব করার পরিকল্পনাও আছে বলে জানান তারা।

তারা বলেন, ভবিষ্যতে যন্ত্রটিতে থাকবে জিপিএস টেকনোলজি এবং একে স্মার্টফোনের সাথে সংযুক্ত করা হবে, যাতে অন্ধ ব্যক্তিরা সহজে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারেন। সেই সঙ্গে থাকবে অন্ধ ব্যক্তিদের ওপর সার্বক্ষণিক অনলাইন পর্যবেক্ষণ ব্যবস্থা এবং ব্যবহারকারীদের সুবিধার্থে সব নির্দেশনা দেওয়া হবে বাংলা ভাষায়।

বাংলাদেশের মত একটি দরিদ্র ও অনুন্নত দেশে যন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন নাজমুল ও মোস্তফা।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মত আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে আগ্রহী কুয়েটের এই কৃতী শিক্ষার্থীরা। প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা পেলে তারা তাদের উদ্ভাবন ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করতে পারবেন।

এ ব্যাপারে সরকার ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানগুলোর আন্তরিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা কামনা করেছেন নাজমুল ও মোস্তফা।
Khulna-kuet-glass
তারা জানান, তাদের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন কুয়েটের কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শেখ সাদি।

প্রফেসর ড. সাদি যন্ত্রটি সম্পর্কে বাংলানিউজকে বলেন, দেশের বাইরেও এ ধরনের প্রযুক্তি নিয়ে গবেষণা হয়েছে, তবে এত হালকা ও ব্যবহারবান্ধব করা যায় নি। ব্যবহারের বিভিন্ন দিক বিবেচনা করলে প্রাথমিক অবস্থায় যন্ত্রটি বেশ ভাল সহায়তা প্রদান করছে, তবে প্রযুক্তি ব্যবহার করে একে আরও ব্যবহারবান্ধব করা সম্ভব।

উদাহরণ দিয়ে তিনি জানান, ওজন কমানো, ব্যবহার উপযোগী বাণিজ্যিক আকার প্রদান, ইন্টারনেট সংযোগ ও জি.পি.এস. সুবিধার মাধ্যমে যন্ত্রটিকে আরও ব্যাপকতা দান করা সম্ভব। এতে খরচ কমিয়ে এবং উৎপাদন হার বাড়িয়ে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর নতুন আশার দিগন্ত উন্মোচন করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

নাজমুল হাসান তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগে এবং মোস্তফা কামাল কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন। দু’জনই তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

তাদের সম্পর্কে সদ্য ড্রোন কপ্টার তৈরি করে আলোড়ন সৃষ্টিকারী কুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক্স বিভাগের ০৮ ব্যাচের ছাত্র আব্দুল্লাহ আল মামুন খান দীপ বাংলানিউজকে বলেন, দুজনেই ক্যাম্পাসে নানা রকম উদ্ভাবনী প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। নাজমুলের আগ্রহ ইলেক্ট্রনিক্সের দিকে আর মোস্তফার আগ্রহ মেকানিক্যাল কাজে। তারা দু’জনই মূলত রোবটিক্স নিয়ে কাজ করতে আগ্রহী এবং আমার বিশ্বাস তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকলে সামনে এ ধরনের আরো অনেক কার্যকর উদ্ভাবন সম্ভব হবে।

উল্লেখ্য, দেশের প্রকৌশল বিদ্যার অন্যতম বিদ্যাপীঠ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে পিছিয়ে নেই এখানকার কারিগররাও।

লাইন ফলোয়ার, মেজ সলভার, অবস্টাকল এভয়ডার, গারবেজ ক্লিনার, ভয়েস কন্ট্রোল রোবট তাদের অনেক আগেই তৈরি করা কুয়েটের শিক্ষার্থীদের। সম্প্রতি তারা তৈরি করেছেন চালকবিহীন এবং নিঃশব্দে চলা উড়োজাহাজ (ড্রোন কপ্টার) ও ইউনিভার্সাল স্মার্ট এনার্জি মিটার। এরই ধারাবাহিকতায় এবার তৈরি করলেন অন্ধদের জন্য এই বিশেষ চশমাটি।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৩/আপডেট ১২৪২ ঘণ্টা

বউদের ধর্ষণে মারা গেলেন স্বামী!

নাইজেরিয়ায় এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের দ্বারা ধর্ষিত হয়ে সম্প্রতি মারা গেছেন। হতভাগ্য এ ব্যক্তির নাম ইউরোকো ওনোজা। তিনি মোট ছয় জনকে বিয়ে করেছিলেন। তাদের সাথেই ঘর সংসার চালিয়ে যাচ্ছিলেন দিব্বি।
 কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে ঘটে যায় সেই বিষাদময় ঘটনা। ওনোজা ঘটনার দিন সারারাত বাইরে একটি পার্টিতে ছিলেন। তখন তার ছয় বউই তার সঙ্গ পেতে অপেক্ষা করছিলেন। ভোররাতে বাসায় ফিরে তিনি তার সবচেয়ে ছোট বউয়ের ঘরে যান। এতে তার বাকি পাঁচ বউ ক্ষিপ্ত হয়ে উঠেন। এসময় তারা লাঠি ও ছুরি নিয়ে তার বেড রুমে যান এবং তাদের সাথে মিলনের জন্য জোর করতে থাকেন।

তারপর ওনোজা একে একে চার বউয়ের সাথে মিলিত হতে বাধ্য হন। পঞ্চম বউয়ের সাথে মিলনের সময় তিনি দম বন্ধ হয়ে মারা যান।

এ ঘটনার পর পরই তার পাঁচ বউ পালানোর চেষ্টা করলে পুলিশ দুই জনকে আটক করে ফেলে। তাদের পাঁচ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাটের কিডনি এবার বিদেশে বিক্রি




জয়পুরহাট থেকে: এবার কিডনি বিক্রি দেশে নয়, কিডনি প্রতিস্থাপনের জন্য দালালের মাধ্যমে বিদেশে নিয়ে যাওয়া হয়েছে কিডনি বিক্রেতাদের।

দু’বছর পর আবারো নতুন দালালদের মাধ্যমে জয়পুরহাটের প্রত্যন্ত গ্রামগুলোতে কিডনি  বিক্রির ব্যবসা শুরু হয়েছে। ছয় মাসে জেলার কালাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২০ জন  কিডনি বিক্রি করেছে।

জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে জানা যায় কিডনি বিক্রির চাঞ্চল্যকর সব তথ্য।

উল্লেখ্য, ২০১১ সালের মে ও জুন মাসের কিডনি বিক্রির খবরে এলাকার হত দরিদ্র মানুষের বেশ কয়েকটি পরিবারের প্রায় অর্ধশতাধিক মানুষ টাকার লোভে পরে নিজের শরীরের মুল্যবান কিডনি বিক্রি করে দেশব্যাপী আলোচিত হয়েছিলেন। সে সময় স্থানীয় প্রশাসনের তৎপরতায় কিডনি কেনা-বেচার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার পর দুই বছর বন্ধ ছিলো,কিছু দিন থেকে আবারো এলাকায় তৎপর হয়েছে এ চক্রটি ।

জানা যায়, দেশের যে হাসপাতাল গুলোতে  কিডনি প্রতিস্থাপনের কাজ করা হতো জয়পুরহাঁটের কিডনি নিয়ে তুলকালাম কাণ্ড  ঘটে যাওয়ার  পর সে সমস্ত হাসপাতালে এখন আর কিডনী প্রতিস্থাপনের কাজ করছেনা। আর তাই দালাল চক্রটি দেশ ছেড়ে এখন ভারতের  ব্যাঙ্গালোরের  কলম্ব এশিয়া হসপিটাল, ব্যাংককে বামরুনগ্রান্থ হসপিটাল, সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালে কিডনি বিক্রেতাদের নিয়ে গিয়ে কিডনি প্রতিস্থাপন করাচ্ছেন।

অনুসন্ধানে জানা যায়, নাম ঠিকানা পরিবর্তন করে পাসপোর্ট তৈরি করে ভুয়া ডাক্তারি ব্যাবস্থাপত্র নিয়ে চিকিৎসার নামে দালাল চক্রের খপ্পরে পরে বিদেশে গিয়ে কিডনি বিক্রি করে দিচ্ছে সাধারণ মানুষ।  
এদের মধ্যে কালাই উপজেলার উলিপুর গ্রামের বাসিন্দা আজাদুল (৩৭)। পাসপোর্টে তার প্রকৃত নাম ও ঠিকানার পরিবর্তন করে ব্যবহার করা হয়েছে মো. আজাদ হোসেন।
স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে- জাপান গার্ডেন সিটি মোহাম্মদপুর, ঢাকা।
জোসনা বেগম (৩৬), কালাই বোড়াই গ্রামের বাসিন্দা ।  পাসপোর্টে ও ডাক্তারি ব্যবস্থাপত্রে তার প্রকৃত নাম ও ঠিকানা পরিবর্তন করে নতুন নাম ব্যবহার করেছেন মাহফুজা বেগম,
স্থায়ী ঠিকানা দেখানো হয়েছে- ছোলমাইদ, গুলশান, ভাটারা, ঢাকা-১২১২।

এই দুই জনের কিডনি বিক্রির জন্য দালালরা ভারতে নিয়ে গিয়েছিলো, ভারতের  ব্যাঙ্গালোরের  কলম্ব এশিয়া হসপিটালে তাদের কিডনি অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করা হয় গত জুন মাসে। কীভাবে দালালরা তাদের নিয়ে গিয়েছে বা কত টাকা  দিয়েছে সে ব্যাপারে তারা মুখ খুলতে রাজি নন।

কালাই উপজেলার বিভিন্ন গ্রামের গত ৬ মাসে যারা কিডনি বিক্রি করেছেন তারা হলেন-বড়াই গ্রামের বেলাল উদ্দীন ও তার স্ত্রী জোসনা বেগম (৩৫), উলিপুর গ্রামের আজাদুল ইসলাম (৪০) ও ছারবানু (৩৮), কুসুম সাড়ার মোস্তফা (৪৩), জয়পুর বহুঁতি গ্রামের গোলাম হোসেনের মেয়ে শাবানা (৩৭) ও খাদিজা (৪০), শিমরাইল গ্রামের ছাকোয়াত (৪৫) ও এনামুল (৩৪), ফুলপুকুরিয়া গ্রামের মুসা (৩৮), সুড়াইল গ্রামের সাইফুল (৩৫) এবং কালাই পৌরসভার থুপসাড়া গ্রামের  বিপ্লব হোসেন ফকির (৩৯)।

এছাড়াও কিডনি বিক্রি উদ্দেশে নিরুদ্দেশ রয়েছে জয়পুর বহুঁতি গ্রামের জাহেদা বেগম (৩৪) ও বায়েজিদ (৩৮), পাইকপাড়ার সাইদুর (৩৬), দূর্গাপুরের সুজাউল (৩২) সহ বেশ কয়েকজন।
নারায়ণগঞ্জের দালাল মকবুলের মাধ্যমে ভারতে কিডনি বিক্রি করতে গিয়ে দর দামে বনিবনা না হওয়ায় দেশে ফিরে এসেছে দূর্গাপুরের পল্লী  চিকিৎসক আমিনুল ইসলাম। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি তিনি।

উলিপুর গ্রামের কিডনি বিক্রেতা আবুজারের ছেলে আজাদুল (৩৪) বাংলানিউজকে বলেন, অভাবের পরি যখন চলা পাচ্চিলাম না তখন ওই দালালেক ধরি হামি (আমি) কিডনি বেচি দেই, তবে কার কাছে তিনি কিডনি বিক্রি করেছেন না বললেও তিনি একজন নাম করা চিত্রনায়কের স্ত্রী বলে তিনি জানান।

সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে কিডনি ডোনেট করে এবং কিডনি প্রতিস্থাপনের আগে তাদের সঙ্গে চুক্তি হয়।  সে চুক্তি অনুযায়ী তারা আজাদুলের  ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ বাবদ  প্রতিমাসে ৮ হাজার করে টাকা পাঠিয়ে দিচ্ছে।

২০১১ সালের মে ও জুন মাসে কিডনি বেচা-কেনার খবরে দেশ জুড়ে চাঞ্চল্যের পর এ চক্রের মূল হোতা ঢাকার তারেক আজম ওরফে বাবলু চৌধুরী, নাফিজ মাহমুদ, মাহমুদ ওরফে সুজন, বাগেরহাটের সাইফুল ইসলাম দাউদ ও স্থানীয় দালাল বহুতি গ্রামের আব্দুস ছাত্তারসহ ১০ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন এই চক্রের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে  আদালতে জবানবন্দিও দেয়। এদের অনেকে ঢাকার নামকরা একাধিক হাসপাতাল ও স্বনামধন্য চিকিৎসকদের জড়িত থাকার কথাও অকপটে স্বীকার করেছিলো।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩

নয় বছর ধরে বাবা-ভাইয়ের ধর্ষণের শিকার ২০ বছরের তরুণী


যৌন নির্যাতনের মনে হয় সবচেয়ে নেক্কারজনক ঘটনা এবার প্রকাশ পেল ভারতের উত্তর প্রদেশের লাকনুতে।  দীর্ঘ নয় বছর ধরে নিজ বাড়িতেই অনবরত  বাবা ও ভাইয়ের হাতেই ধর্ষণের শিকার হয়ে আসছিলেন  ২০ বছরের এক তরুণী।


মাত্র এগার বছর বয়সে বাবা রামসরনের কাছে প্রথম যৌন নির্যাতনের শিকার হন এই তরুণী। সে সময়ে রামসরন অতিমাত্রায় মদ পান করেছিলেন। তবে এরপর থেকে বিষয়টি নিয়মিত হয়ে দাঁড়ায়।


এদিকে কয়েকবছর আগে থেকে তার ভাই রাহুলও একই কায়দায় মেয়েটির ওপর যৌন নির্যাতন শুরু করেন। আর ভাইয়ের হাতে যৌন নির্যাতনের শিকার হয় যখন তার বয়স ১৪।

আর এরচেয়ে আশ্চর্যের ব্যপার মা পুরো বিষয়টি জানা সত্ত্বেও রেখেছিল গোপন , বরং একবার মাই ঘটিয়েছে মেয়েটির গর্ভপাত।


লাকনুর মহিলা পুলিশ কর্মকর্তা শিভা শুক্লা বলেন, নির্যাতনের এই বিষয়টি শুরু থেকেই মেয়েটি তার মাকে জানিয়ে আসছিলেন। কিন্তু পারিবারিক মর্যাদা ক্ষুণ্নের আশঙ্কায় চুপ থাকার নির্দেশ দেন তার মা। এছাড়া অভিযোগ জানালে তার বাবা ও ভাই তাকে মারধোর করবে বলে ভয় দেখায়।


এছাড়া নির্যাতিত এই তরুণীর বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিলো। সম্প্রতি তিনি একটি পার্লারে সৌন্দর্য চর্চার কোর্সে ভর্তি হন। এই সুযোগে তরুণী তার সহপাঠীদের বিষয়টি খুলে বলেন। পরে সহপাঠীদের সহযোগিতায় পুরো ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসকে জানানো হয়। সেখানে অভিযোগ দায়ের পর পুলিশ তার বাবা ও ভাইকে গ্রেপ্তার করেন। এছাড়া বিষয়টি গোপন করার অপরাধে তার মাকেও গ্রেপ্তার করা হয়েছে।


তরুণীর বাবা রামসরন রেলের চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ভাই লক্ষৌর এক শপিং মলে কাজ করেন।


নির্যাতিতাকে চিকিৎসার জন্যে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকেরা জানান, এর আগেও বেশ কয়েকবার মেয়েটির গর্ভপাত ঘটানো হয়।   

এর আগে ভারতের কেরালায় ১৩ বছরের এক কিশোরী বাবা ও ভাইয়ের হাতে ২ বছর ধরে ধর্ষনের শিকার হয়।

জন্ম থেকেই গাভীর দুধ পান


মায়ের একমাত্র শিশু সন্তান মোকছেদুল মোমিন। সবে মাত্র বয়স ৭ বছর। জন্ম থেকেই মায়ের বুকের দুধ কখনও পান করেনি শুধুমাত্র গাভীর দুধ পানে বেঁচে আছে।
মা মোমিনা বেগম (২৫) একমাত্র সন্তান মাতৃস্নেহ দিয়ে আপ্রাণ চেষ্ঠা করেও তাকে বুকের দুধ খাওয়াতে পারেনি। এ যন্ত্রণায় ছটফটে কাতর মোমিনা বেগম। বাবা শিপন মিয়া (৩০)। মোকছেদুল যেন মায়ের দুধ খেতে পারে, এজন্য তিনি স্থানীয় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, ফকির ও কবিরাজী চিকিৎসা করেন। তবুও মায়ের দুধ খেতে রাজী ছিলনা মোকছেদুল। এমনকি আর কোন বাড়তি খাবারও খেতনা সে। এ চিন্তায় ভেঙ্গে পড়ত বাবা-মা। সন্তানকে বাঁচানোর তাগিতে বাবা শিপন মিয়া নিত্যদিন স্থানীয় বাজার খেকে গাভীর দুধ কিনে খাওয়াতে থাকে।
এভাবে শুধু গাভীর দুধ খেয়ে হাটি-হাটি, পা-পা করে বড় হতে থাকে মোকছেদুল। এভাবে বয়স বেড়ে উঠার ৩ বছরেও গাভীর দুধ ছাড়া অন্য কিছু খেতে রাজী নয় সে। পরে বাবা শিপন মিয়া বাধ্য হয়ে একটি দুধেল গাভী ক্রয় করেন। মোকছেদুল সরাসরি দুধ খেয়েই বেঁচে আছেন।
মোকছেদুলের বাবা বলেন, “গাভীটি যখন বাড়ির উঠানে বাধানো থাকে বাছুর ছানার ন্যায় মোকছেদুল গাভীর দুগ্ধস্তনে (ওলান) মুখ দিয়ে চুষে দুধ পান করতে থাকে।গাভীটিও মাতৃস্নেহ দিয়ে দুধ দিয়ে থাকে। ”
৭ বছরে তার গাভীর দুধের নেশা কাটেনি। শুধূ নিজ গাভী নয়। এলাকার যেকোন গাভীর নিকট ছুটে গিয়ে অনায়াসে দুধ খেয়ে বাড়ি ফিরে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরাজী জামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

৩৮০ কেজি ওজনের মাজেদ আর নেই




























































































































































রিয়াদ: জল্পনা-কল্পনা আর হাজারো মানুষের কৌতুহলকে পাশ কাটিয়ে শেষ পর্যন্ত নিউমোনিয়ার কাছে হার মানলেন ৩৮০ কেজি ওজনের বিশালদেহী মানব সৌদি নাগরিক মাজেদ আলদুসারী।

মঙ্গলবার দাম্মাম সেন্ট্রাল হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মাজেদ আলদুসারী অবিসিটি (স্থুলতা) রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গত শুক্রবার হঠাৎ করে তার নিউমোনিয়া বেড়ে যায়। শেষ পর্যন্ত তার বিশাল দেহ থেকে আত্মা কেড়ে নিল নিউমোনিয়া।

মাজেদ আলদুসারীর চিকিৎসার জন্য বিমান যোগে আমেরিকা নেওয়ার কথা চলছিল। আমেরিকা থেকে একদল বিশেষজ্ঞও সৌদি আরব এসেছিলেন তার চিকিৎসার জন্য। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ডাক্তারদের শত চেষ্টায়ও তাকে বাঁচানো যায়নি। মূলত, রক্তে অক্সিজেন সল্পতার কারণে তার অবস্থা খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

৬৯টি বাচ্চা জন্মদিয়ে রেকর্ড!

জন্মদানের ক্ষেত্রে নতুন রেকর্ড করেছেন রাশিয়ার এক নারী। তিনি ৬৯টি বাচ্চার জন্ম দিয়েছেন!

নারীদের বাচ্চা জন্মদান একটি স্বাভাবিক নিয়ম। সৃষ্টিকর্তার দুনিয়া সৃষ্টির আদিকাল থেকেই তা হয়ে আসছে। কখনও কখনও অনেক নারী বন্ধ্যা হন। বাচ্চা জন্মদানে অপারগ হওয়ায় তাকে সইতে হয় অনেক পারিবারিক যন্ত্রণা। আবার কখনওবা মেয়ে সন্তান জন্মদানের কারণে পারিবারিকভাবে তাকে নানা যন্ত্রণায় পড়তে হয়। আমাদের সমাজের এসব ঘটনা আজ নতুন নয়।
তবে এই নারীই আবার যখন একের পর এক সন্তান জন্ম দিয়ে যান তখন সেটিও হয়ে ওঠে খবর। তেমনই একটি খবর বাচ্চা জন্মদানের নতুন এক অভিজ্ঞতা রাশিয়ার এক নারী। গিনেস রেকর্ড অনুযায়ী পৃথিবীতে সবচেয়ে বেশী সন্তান জন্ম দিয়েছেন রাশিয়ার সুইয়া গ্রামের কৃষক ফেওডোর বাসিলিয়েভের স্ত্রী। ফেডর ভাসিলেভ নামের এই রাশিয়ানের স্ত্রী সর্বমোট ২৭ বার গর্ভধারণ করেছেন। এরমধ্যে জমজ শিশুর জন্ম দিয়েছেন ১৬ বার, তিনটি করে বাচ্চার জন্ম দিয়েছেন ৭ বার। ৪টি করে বাচ্চার জন্ম দিয়েছেন ৪ বার ।
সর্বমোট ৬৯টি বাচ্চার জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন এই মহিলা। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ৬৯টি বাচ্চার মধ্যে ৬৭টি বাচ্চা এখনও বেঁচে আছে। রাশিয়ান এই মহিলা এতোগুলো বাচ্চার জন্ম দিয়ে নিজেকে গর্ববোধ করেন। তথ্যসূত্র: অনলাইন

পোল্যান্ডের আনিয়ার লিসেওস্কা টার্গেট এক লাখ পুরুষ শিকার

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ‘বেহায়া পোনা’র একটা সীমারেখা থাকা উচিত। কিন্তু তা নেই পোল্যান্ডের এক নারী আনিয়া লিসেওস্কার। যিনি টার্গেট করেছেন এক লাখ পুরুষ শিকারের!

বিশ্বের এক লাখ পুরুষের শয্যাসঙ্গী হওয়ার বিশেষ অভিযানে নেমেছেন পোল্যান্ডের আনিয়া লিসেওস্কা। দেখতে সুন্দরী। বয়সও তেমন বেশি নয়, মাত্র ২১। জীবনটাকে একটু অন্যভাবে উপভোগ করতে গত মাসে তিনি নিজ শহর ওয়ারশ’ থেকে এ ব্যতিক্রমী বিশ্ব অভিযান শুরু করেছেন।
হাফিংটন পোস্ট জানিয়েছে, ইতিমধ্যে তিনি ২৮৪ জনকে নিজের বিছানায় টেনেছেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো, আনিয়ার এ ঘোষণার পরও তার দীর্ঘদিনের প্রেমিক তাকে ছেড়ে যায়নি কিংবা ছেড়ে যাওয়ার হুমকিও দেয়নি! অবশ্য আনিয়ার এ বিশেষ অভিযানে সে হয়তো খুব উচ্ছ্বসিতও নয়।
এব্যাপারে আনিয়া বলেছেন, তাকে এ শর্ত মেনেই আমার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। অস্ট্রিয়ান টাইমসকে আনিয়া বলেছেন, ‘আমি পোল্যান্ড, ইউরোপ ও বিশ্বের বিভিন্ন দেশের পুরুষের সঙ্গে আনন্দ করতে চাই। কারণ, অনেক পুরুষের সঙ্গে আনন্দ করতে আমার খুব ভাল লাগে। অন্য দেশের পুরুষের সঙ্গে সময় কাটানোর আগে তিনি পোল্যান্ডের পুরুষদের সঙ্গে সময় কাটাতে চান বলে ফেসবুকে দেয়া এক আপডেটে তিনি দাবি করেছেন। তবে পোল্যান্ডে ‘সেক্স’ বিষয়টিকে এখনও নিষিদ্ধ বস্তু হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এব্যাপারে কেও বেশি আগ্রহ দেখালে তাকে নৈতিক স্খলন, বারবনিতা বা মানসিক বিকৃতিসম্পন্ন বিবেচনা করে থাকে। তবে এসব নিয়ে আনিয়ার তেমন কোন মাথাব্যথা নেই। আনিয়া যে কোন মূল্যে তার এ লক্ষ্য পূরণ করতে চান। সপ্তাহের ছুটির দিনগুলোতেই তিনি কেবল লক্ষ্য পূরণের জন্য কাজ করতে চান। এ জন্য তিনি ইন্টারনেটে একটি ওয়েবসাইট খুলেছেন। বিভিন্ন পুরুষদের সঙ্গে তার যোগাযোগ করতে সুবিধার জন্য ফেসবুকেও তিনি একটি অ্যাকাউন্ট খুলেছেন। তার ফেসবুকে ইতিমধ্যেই ৯০০০-এর বেশি লাইক পড়েছে।
আনিয়া বলেছেন, প্রতি সঙ্গীকে মাত্র ২০ মিনিট করে সময় দেয়ার পরিকল্পনা করেছেন। তবে তার এ পরিকল্পনার বিস্তারিত তথ্য ঘেঁটে অনেকে সংশয় প্রকাশ করেছেন। কারণ, তার ওয়েবসাইটটি কেবল প্রথম পৃষ্ঠা ছাড়া অন্য কোন পৃষ্ঠা সক্রিয় নয়। এছাড়া, কোন মিডিয়া যোগাযোগের চেষ্টা করলেও তিনি এড়িয়ে যান। অনেকে মনে করছেন, বিশ্বজুড়ে সবার মনোযোগ আকর্ষণ করতেই তিনি এ ধরনের ঘোষণা দিয়েছেন।
এক রিপোর্টে বলা হয়েছে, আনিয়া যদি ঘুম, নাওয়া-খাওয়া বন্ধ করে তার এ মিশন পূরণ করতে চান তবে সময় লাগবে ৩.৮ বছর। আর প্রতি সপ্তাহের ছুটির দিনে কেবল শনিবার ও রোববার তিনি যদি পুরুষের সংস্পর্শ চান তবে তার লক্ষ্যপূরণে সময় লাগবে টানা ২০ বছর। তার সম্পর্কে সমালোচনার আরেকটি কারণ হলো বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে, গিনেস বুকে রেকর্ড গড়ার জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন। কারণ, গিনেজ বুকে এ ধরনের কোন রেকর্ড এখনও কেও করেননি।
তাকে ঘিরে চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করছেন আনিয়া। তাই তার ফেসবুক হ্যাক করে সেখানে কেও তার এইডস রয়েছে বলে প্রচারণা চালাচ্ছে। এ প্রচারণার জবাব দিতে তিনি নিজেই তার এইডস নেই বলে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছেন। তথ্যসূত্র: দৈনিক মানবজমিন।

নিজ ঘরেই যৌন নিপীড়নের শিকার বাংলাদেশের যে শিশু মেয়েরা


শিশু বয়সে যৌন নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন
বাংলাদেশে শিশু অধিকার কর্মীদের ভাষ্যমতে, দেশটির শতকরা নব্বই ভাগ শিশুই পারিবারিক গণ্ডিতে ধর্ষণ থেকে শুরু করে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শসহ নানা যৌন নিপীড়নের শিকার হয়ে থাকে।
কোনও কোনও ক্ষেত্র নিকটাত্মীয় বিশেষ করে, বাবা, চাচা, কিংবা ভাইয়ের হাতেও যৌন নিপীড়নের শিকার হচ্ছে শিশুরা।
'একদিন রাতে হঠাৎ কি একটা পড়ে আমার উপরে। আমি ভয় পেয়ে যাই। বুঝতে পারি না কি হচ্ছে''।
বছর সাতেক আগে নিজের সাথে ঘটে যাওয়া চরম অবমাননাকর ঘটনার বর্ণনা দিতে গিয়ে বার বারই গলা কেঁপে যাচ্ছিল একুশ বছরের তরুণীটির।
''এভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন আমি বুঝতে পারি প্রতি রাতে আমার উপরে এসে উঠে পড়ছে আমার বাবা।''
কিশোরী বয়সে আপন বাবা দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে।
প্রথমে ভুল বুঝিয়ে, পরে ভয়ভীতি দেখিয়ে। কিন্তু প্রতি রাতের ধর্ষণ একটি দিনের জন্যও থামে নি। মেয়েটি তখন মোটে অষ্টম শ্রেণীর ছাত্রী।
একদিন তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে গিয়ে তিনি জানতে পারেন তিনি গর্ভবতী হয়ে গেছেন।




"দশ বছর বয়স থেকে আমার সৎ বাবা আমাকে ধর্ষণ করে। আমি কোনও বাধা দিতে পারিনি, সেই ক্ষমতা আমার ছিলনা।"
যৌন নিপীড়নের শিকার এক মহিলা

সংবাদদাতার কাছে শৈশবের যৌন নির্যাতনের ঘটনা তুলে ধরছেন এক তরুনী।
''হঠাৎ করেই আমি বুঝতে পারি আমার সব কিছু শেষ হয়ে গেছে,'' বললেন আপাদমস্তক বোরখায় মোড়া তরুণীটি।
পরে ওই ডাক্তারই তাকে নিয়ে গিয়েছিলো থানায়। অভিযোগের পর বাবাকে ধরে নিয়ে যায় পুলিশ।
কিন্তু জানাজানি হয়ে যাওয়ায় মেয়েটিকে ছাড়তে হয় গ্রাম।
পরে ঢাকাতেই একটি বাচ্চা জন্ম দেয় মেয়েটি। বাবার ঔরসজাত সেই শিশুটি এখন বড় হচ্ছে একটি শিশু-সদনে।
মেয়েটি আর কখনো গ্রামে ফিরে যায়নি। ঢাকাতেই কাজ করছে সে, বিয়েও করেছে।
নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে সেই বাবা এখনো কারাগারে। মেয়েটি তার স্বামীকে বলেছে তার বাবা বেঁচে নেই।

চরম সর্বনাশ

আরেকটি মেয়ে বলছিলেন, তার কিশোরী বয়সে সে ধর্ষণের শিকার হয় আপন মামাত ভাইয়ের হাতে।
একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন, তরুণীটি বলছিলেন।
''গভীর রাতে আমি বাথরুমে গিয়েছি। পাশেই সম্ভবত ওঁত পেতে ছিল আমার মামাত ভাই। বেরিয়ে আসার সাথে সাথে সে আমার মুখ চেপে ধরে ঝোপের আড়ালে নিয়ে যায়''।
''সেখানেই আমার চরম সর্বনাশ করে সে,'' তিনি বলেন।
বছর চারেক আগের সেই ঘটনা বিবিসি বাংলাকে বলছিল মেয়েটি।
ঘটনাটি সে চেপে যায়। কিন্তু একদিন সে আবিষ্কার করে সে গর্ভবতী হয়ে পড়েছে। তখন সে অভিভাবককে জানাতে বাধ্য হয়।
অভিভাবকেরা অবশ্য বিষয়টি মিটিয়ে ফেলতে চেয়েছিল এবং মামাত ভাইয়ের সাথে মেয়েটির বিয়ে দেবার উদ্যোগ নিয়েছিল। কিন্তু মামাত ভাই বেঁকে বসায় অভিভাবকেরা আইনের আশ্রয় নেয়।

Source

- Copyright © Personal Blog - Tips Guru - Powered by Md Joy - Designed by Md Joy Chowdhury -