- Back to Home »
- International News »
- মূত্র থেকে গজাবে নতুন দাঁত!
Posted by : Md:Joy Chowdhury
Aug 1, 2013
সেল
রিজেনারেশন জার্নালে’ প্রকাশিত গবেষণার ফলে বলা হয়েছে, মূত্রকে স্টেম সেলের উৎস
হিসাবে ব্যবহার করে ছোট্ট দাঁত আকৃতির কাঠামো গজানো যেতে পারে।
যাদের দাঁত পড়ে গেছে তাদের জন্য নতুন দাঁত গজানোর চমৎকার উপায় হতে পারে এটি। বিবিসি এ খবর দিয়েছে।
গবেষকেরা দীর্ঘদিন ধরেই স্টেম সেল ব্যবহার করে নতুন দাঁত গজানোর
কৌশল নিয়ে গবেষণা করে আসছিলেন। চীনের গুয়াংজু ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড
হেলথের গবেষকেরা এক্ষেত্রে মূত্রকে তাঁদের গবেষণার প্রাথমিক ভিত্তি ধরে কাজ চালিয়ে
যান।
তবে মূত্র থেকে গজানো এ দাঁত সত্যিকারের দাঁতের মতো অতটা মজবুত নয় বলেই জানিয়েছেন গবেষকরা।তাছাড়া, নতুন দাঁত গজানোর লক্ষ্যে আগানোর পথে এখনো অনেক চ্যালেঞ্জ আছে বলেও সতর্ক করেছেন অন্যান্য স্টেম সেল বিজ্ঞানীরা।বেষকরা বলছেন, এখনই এ গবেষণার সুফল পাওয়া যাবে না। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন।তবে সাম্প্রতিক এ গবেষণা মানুষের দাঁতের চিকিৎসায় নতুন করে আরো গবেষণার দ্বার খুলে দেবে।
যাদের দাঁত পড়ে গেছে তাদের জন্য নতুন দাঁত গজানোর চমৎকার উপায় হতে পারে এটি। বিবিসি এ খবর দিয়েছে।
তবে মূত্র থেকে গজানো এ দাঁত সত্যিকারের দাঁতের মতো অতটা মজবুত নয় বলেই জানিয়েছেন গবেষকরা।তাছাড়া, নতুন দাঁত গজানোর লক্ষ্যে আগানোর পথে এখনো অনেক চ্যালেঞ্জ আছে বলেও সতর্ক করেছেন অন্যান্য স্টেম সেল বিজ্ঞানীরা।বেষকরা বলছেন, এখনই এ গবেষণার সুফল পাওয়া যাবে না। এ বিষয়ে আরো গবেষণা প্রয়োজন।তবে সাম্প্রতিক এ গবেষণা মানুষের দাঁতের চিকিৎসায় নতুন করে আরো গবেষণার দ্বার খুলে দেবে।