Posted by : Md:Joy Chowdhury Sep 24, 2013

ঢাকা: পৃথিবীতে মায়ের মতো আপন আর কে আছে? মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক কতটা অকৃত্রিম তা চীনা এই মা ছেলেকে দেখেই বোঝা যায়।
২০১০ সালে মা ঝাং রংজিয়াং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যান। তাকে হাসপাতালে নেয়া পর চিকিৎসকরা জানতে পারেন ঝাং অন্তঃসত্ত্বা।
অলৌকিকভাবে বেঁচে থাকে ঝাংয়ের গর্ভের শিশু। ২০১১ সালে কোমায় থাকা অবস্থাতেই ঝাংয়ের সিজার করেন চিকিৎসকরা। জন্ম নেয় গোয়া কিয়াংবো।
সে বছর মে মাসে অলৌকিকভাবে বেঁচে থাকা শিশু গোয়ার কণ্ঠস্বর শুনে কোমায় থেকে ফেরেন ঝাং।
কিন্তু কোমা থেকে ফিরলেও পক্ষাঘাতগ্রস্থ হয়ে আছেন তিনি। তাই নিজের খাবার চিবিয়ে খেতে পারেন না ঝাং।
তাতে কি? গোয়ার বয়স এখন দুই বছর। সে খাবার চিবিয়ে মুখ দিয়েই মাকে খাইয়ে দেয়। আর সারাক্ষণ মায়ের পাশেই থাকে সে।

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Personal Blog - Tips Guru - Powered by Md Joy - Designed by Md Joy Chowdhury -