- Back to Home »
- Deshi News »
- জন্ম থেকেই গাভীর দুধ পান
Posted by : Md:Joy Chowdhury
Sep 8, 2013
মায়ের একমাত্র শিশু সন্তান মোকছেদুল মোমিন। সবে মাত্র বয়স ৭ বছর। জন্ম
থেকেই মায়ের বুকের দুধ কখনও পান করেনি শুধুমাত্র গাভীর দুধ পানে বেঁচে
আছে।
মা মোমিনা বেগম (২৫) একমাত্র সন্তান মাতৃস্নেহ দিয়ে আপ্রাণ চেষ্ঠা করেও
তাকে বুকের দুধ খাওয়াতে পারেনি। এ যন্ত্রণায় ছটফটে কাতর মোমিনা বেগম।
বাবা শিপন মিয়া (৩০)। মোকছেদুল যেন মায়ের দুধ খেতে পারে, এজন্য তিনি
স্থানীয় ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার, ফকির ও কবিরাজী চিকিৎসা করেন। তবুও
মায়ের দুধ খেতে রাজী ছিলনা মোকছেদুল। এমনকি আর কোন বাড়তি খাবারও খেতনা
সে। এ চিন্তায় ভেঙ্গে পড়ত বাবা-মা। সন্তানকে বাঁচানোর তাগিতে বাবা শিপন
মিয়া নিত্যদিন স্থানীয় বাজার খেকে গাভীর দুধ কিনে খাওয়াতে থাকে।
এভাবে শুধু গাভীর দুধ খেয়ে হাটি-হাটি, পা-পা করে বড় হতে থাকে
মোকছেদুল। এভাবে বয়স বেড়ে উঠার ৩ বছরেও গাভীর দুধ ছাড়া অন্য কিছু খেতে
রাজী নয় সে। পরে বাবা শিপন মিয়া বাধ্য হয়ে একটি দুধেল গাভী ক্রয় করেন।
মোকছেদুল সরাসরি দুধ খেয়েই বেঁচে আছেন।
মোকছেদুলের বাবা বলেন, “গাভীটি যখন বাড়ির উঠানে বাধানো থাকে বাছুর
ছানার ন্যায় মোকছেদুল গাভীর দুগ্ধস্তনে (ওলান) মুখ দিয়ে চুষে দুধ পান
করতে থাকে।গাভীটিও মাতৃস্নেহ দিয়ে দুধ দিয়ে থাকে। ”
৭ বছরে তার গাভীর দুধের নেশা কাটেনি। শুধূ নিজ গাভী নয়। এলাকার যেকোন গাভীর নিকট ছুটে গিয়ে অনায়াসে দুধ খেয়ে বাড়ি ফিরে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আরাজী জামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।